browsing free prothom-alo & bikroy.com for banglalink



প্রথম আলো ফ্রি ব্রাউজিং অফার
 সারাদেশজুড়ে বাংলালিংক গ্রাহকরা লেটেস্ট প্রথম আলো নিউজ উপভোগ করতে পারবেন দিনরাত ২৪ ঘন্টা। ১০ টাকা বা তার বেশি মূল্যের যেকোন ইন্টারনেট প্যাক কিনে উপভোগ করুন প্রথম আলো ওয়েবসাইট ও প্রথম আলো অ্যাপ্লিকেশনে ফ্রি ব্রাউজিং।

যেকোন প্রি পেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহক এই অফারটি উপভোগ করতে পারবেন, যারা কিনা ১০ টাকার অথবা তার অধিক মুল্যের ভলিউম ভিত্তিক ডাটা প্যাক সাবস্ক্রাইব করেছে তারাই এই অফার যোগ্য
আপনার বাংলালিংক মোবাইল থেকে *১৬৬*৭৫০# ডায়াল করে এই ফ্রি অফারটি উপভোগ করুন
এই ফ্রি অফারটি উপভোগ করতে গ্রাহককে প্রথম আলো ওয়েবসাইট (m.prothom-alo.com) বা প্রথম আলো অ্যাপ্লিকেশন থেকে ব্রাউজ করতে হবে
যদি কোন গ্রাহক, যিনি কিনা এই অফারটির আওতায় থেকে প্রথম আলো ব্যাতিত অন্য কোন ওয়েবসাইট ব্যবহার করে তাহলে ০.০১ টাকা/১০ কেবি রেটে তার চার্জ কাটা হবে মেয়াদ থাকা পর্যন্ত বর্তমান ডাটা প্যাক প্রকারতা অনুযায়ী
যদি কোন গ্রাহকের ভলিউম মেয়াদের আগেই শেষ হয়ে যায় এবং সে প্রথম আলোর মাধ্যমে কোন থার্ড পার্টি লিংক ব্যবহার করে তাহলে ০.০১ টাকা/১০ কেবি রেটে তার চার্জ কাটা হবে
বিদ্যমান ব্যবহারের প্রকারতা অনুযায়ী যদি সাবাক্রাইব করা প্যাকের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে গ্রাহক ফ্রি প্রথম আলো আর ব্যবহার করতে পারবেন না এবং তার মেইন আকাউন্ট থেকে Pay-As-You-Go অনুযায়ী (০.০১৫ টাকা/১০ কেবি) চার্জ করা হবে প্রথম আলো ব্যবহারে
থার্ড পার্টি অ্যাড ও গুগল অ্যানালিটিক্স-এর জন্য চার্জ কাটা হবে
১৫% ভ্যাট এবং ৩% সম্পূরক চার্জ প্রযোজ্য
এটি একটি সীমিত সময়ের অফার



BIKROY.COM ফ্রি ব্রাউজিং অফার


আপনার বাংলালিংক মোবাইল থেকে এখন Bikroy.com আনলিমিটেড ও ফ্রি। এই প্রথমবারের মত কোন ইন্টারনেট চার্জ ছাড়াই বাংলালিংক গ্রাহকরা বৃহত্তম মার্কেটপ্লেসে ব্রাউজিং উপভোগ করতে পারবে। এটি বাংলালিংক গ্রাহকদের আরো সহজে দৈনন্দিন জীবনের নানা পণ্য ক্রয় ও বিক্রয় করতে সাহায্য করবে। সেরা লেনদেনগুলো সাধারণত স্থানীয়ভাবে অথবা নিজের এলাকার লোকজনের সাথেই হয়ে থাকে তাই বেচাকেনা Bikroy.com–এ সহজ। আপনার পণ্য বেচাকেনা করতে ভিজিট করুন http://m.bikroy.com


Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment