এশিয়ার সেরা হওয়ার স্বপ্ন দেখছিলেন বাংলাদেশের কোটি ক্রিকেটভক্ত

 

এশিয়ার সেরা হওয়ার স্বপ্ন দেখছিলেন বাংলাদেশের কোটি ক্রিকেটভক্ত। আরব আমিরাত, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে স্বপ্নটা দেশের মানুষকে দেখিয়েছিলেন মাশরাফিরাই। কিন্তু ফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে পরাজয় সে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে।

বাংলাদেশকে সাহস যোগাতে রোববার (০৬ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ২৫ হাজারেরও বেশি দর্শক। টেলিভিশনের পর্দায় চোখ ছিল কোটি ক্রিকেটপ্রেমীর। কোটি মানুষ যেন এক হয়েছিল একটি স্বপ্নবিন্দুতে। আর তাই পরাজয়ে যতটা না কষ্ট পাচ্ছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা, তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছেন এই কোটি মানুষের স্বপ্নভঙ্গে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ফাইনালে জিততে না পারাটা অবশ্যই আমাদের জন্য হতাশার। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সবার কাজ রেখে খেলা দেখেছেন। অনেকে আহত হয়েছেন টিকিটের জন্য, আমাদের খুব খারাপ লাগছে।

হারে হতাশা থাকবেই। তবে ফাইনাল খেলতে পারাটাই তো ছিল বাংলাদেশের ক্রিকেটের অনেক বড় অর্জনের। আর ফাইনালে হারতো ৠাঙ্কিংয়ের এক নম্বর দল ভারতের কাছে। তাইতো মাশরাফি সান্ত্বনার কথাও শোনালেন, কেউ আশা করেনি আমরা ফাইনাল খেলেবো। এটা তো (ফাইনালে ওঠা) আমাদের অনেক বড় অর্জন। এখান থেকে উৎসাহিত না হওয়াটাই হবে খারাপ। হারের বেদনা ভুলে আমাদের মনে করতে হবে, বিশ্বের সেরা টিমটার কাছেই আমরা হেরেছি। দলের সবাইকে বলবো, আমাদের সামনে যে খেলা আছে সেদিকে মনযোগ দেয়ার।


Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment